বৃহঃস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২

নিরাপত্তা শঙ্কা কাটিয়ে চালু ঢাকার ভারতীয় ভিসা সেন্টার

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৪

ছবি: সংগৃহীত

নিরাপত্তা পরিস্থিতির কারণে সাময়িকভাবে বন্ধ থাকা ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্র (আইভেক) পুনরায় চালু হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে কেন্দ্রটির কার্যক্রম স্বাভাবিক নিয়মে শুরু হয়েছে।

ভারতীয় হাইকমিশন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে বুধবার (১৭ ডিসেম্বর) ঢাকায় জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে যুক্ত একাধিক সংগঠনের সমন্বয়ে গঠিত মোর্চা ‘জুলাই ঐক্য’ ব্যানারে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি ঘোষণা করা হয়। ওই কর্মসূচির প্রেক্ষাপটে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বুধবার দুপুর ২টা থেকে যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

এদিকে, একই দিন বাংলাদেশে ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানাতে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর প্রায় দুই ঘণ্টা পর ঢাকায় অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম বন্ধের ঘোষণা আসে।

পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আজ বৃহস্পতিবার থেকে ভিসা কেন্দ্রটির সব কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top