বৃহঃস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৭

ছবি: সংগৃহীত

গাজীপুরে বকেয়া বেতন ও ভাতার দাবিতে শ্রমিকদের বিক্ষোভের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকে।

শিনওয়ান গার্মেন্টস, যা বুলবুল নিটিং নামে পরিচিত, ওই প্রতিষ্ঠানের কয়েকশ শ্রমিক বৃহস্পতিবার সকাল ৭টার দিকে মহাসড়ক অবরোধে নামে। শ্রমিকরা অভিযোগ করেন, আগস্ট মাসের বকেয়া বেতন ও নাইট বিল এখনও পাননি।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে। তবে শ্রমিকরা পরে কারখানার মূল ফটকের সামনে অবস্থান নেন। প্রায় দেড় ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। শ্রমিকরা বলেন, মালিকের মোবাইল বন্ধ থাকায় বেতন পরিশোধে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি। তাই বাধ্য হয়ে এই বিক্ষোভে নামতে হয়েছে। পরিস্থিতি এখন শান্ত হলেও শ্রমিকদের দাবি এখনও পূর্ণ হয়নি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top