বরিশালের মুলাদীতে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ২৫
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৫

বরিশালের মুলাদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মুলাদী সরকারি কলেজে এ সংঘর্ষে উভয়পক্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ছাত্র শিবিরের ২০ জন ও ছাত্রদলের ৫ জন কর্মী রয়েছেন।
আহতদের মধ্যে শিবিরের ৬ জনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে স্থানীয়ভাবে।
শিবির কর্মীদের দাবি, কলেজে তাদের উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানের প্রস্তুতি সভা চলছিল। এসময় উপজেলা ছাত্রদলের আহ্বায়কের নেতৃত্বে হামলা চালানো হয় এবং ‘জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’ স্লোগান দেওয়া হয়।
তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রদল নেতারা জানান, কলেজ ক্যাম্পাসে প্রবেশে বাধা দেওয়া হয় তাদের। এসময় শিবির নেতাকর্মীরা হামলা চালিয়ে ছাত্রদলের অন্তত ৫ জন নেতাকর্মীকে আহত করে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে কলেজ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।