বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২

ডুমুরিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরে সেবা নিলেন প্রায় এক হাজার মানুষ

এস কে বাপ্পি, খুলনা প্রতিনিধি | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৮

ছবি: সংগৃহীত

খুলনার ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয় প্রাঙ্গণে লায়ন্স ক্লাব অব ঢাকা বুড়িগঙ্গা প্রাইম ও ডুমুরিয়া যুব সংঘ ক্লাবের যৌথ উদ্যোগে একটি বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত চলা এই শিবিরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নানা শ্রেণি-পেশার প্রায় এক হাজার মানুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করেন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডুমুরিয়া যুব সংঘ ক্লাবের সভাপতি মোল্লা মোশাররফ হোসেন মফিজ এবং সাধারণ সম্পাদক ডা. মো. মহবুবুর রহমান গাজী।

চক্ষু চিকিৎসা শিবিরে চিকিৎসা সহায়তা প্রদান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্যরা।

এছাড়া উপজেলার ১৪টি ইউনিয়নে রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালনায় স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন ইয়াসিনুল আজম, মেফতাফিজুল হক সাগর, খান জীবন, জাহিদ, তানভীর, খান মফিজসহ আরও অনেক স্বেচ্ছাসেবক।

এ ধরনের মানবিক উদ্যোগে এলাকাবাসীর মধ্যে সন্তোষ প্রকাশ করা হয় এবং ভবিষ্যতেও এমন সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top