ড্রোন ওড়ানো নিষেধ, ২০টি অভ্যর্থনা পয়েন্ট: প্রস্তুত ঢাকা
মঞ্চে একাই বক্তা তারেক রহমান: ৩ দিনের বিস্তারিত কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ১৭:১৭
অবশেষে সেই ঐতিহাসিক মুহূর্ত! দীর্ঘ ১৭ বছরের অপেক্ষা শেষ করে আগামীকাল ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। তার এই প্রত্যাবর্তন ঘিরে রাজপথে বিশাল আয়োজন চলছে! এমনকি নিরাপত্তার খাতিরে আকাশে ড্রোন ওড়ানো পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে!
কাল বেলা ১১টা ৫৫ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, বিমানবন্দরে স্থায়ী কমিটির সদস্যরা তাকে স্বাগত জানাবেন। তবে সবচেয়ে বড় খবর হলো—বিমানবন্দর থেকে তিনি সরাসরি যাবেন পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে। সেখানে আয়োজিত বিশাল সংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমানই থাকবেন একমাত্র বক্তা! আর কেউ সেদিন মঞ্চে কথা বলবেন না। সংবর্ধনা শেষ করেই তিনি ছুটবেন এভারকেয়ার হাসপাতালে, তার অসুস্থ মা বেগম খালেদা জিয়াকে দেখতে।
এই পুরো রুট জুড়ে থাকছে কঠোর নিরাপত্তা। ডিএমপি কমিশনার এক গণবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বিমানবন্দর থেকে গুলশান এবং পূর্বাচল পর্যন্ত পুরো এলাকায় সব ধরনের ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ। ২০টি আলাদা পয়েন্টে নেতাকর্মীদের অভ্যর্থনার ব্যবস্থা করা হয়েছে যেখানে থাকবে মেডিকেল টিমও। নেতাকর্মীদের অনুরোধ করা হয়েছে যানজট এড়াতে নির্দিষ্ট পার্কিং জোন ব্যবহার করতে।
প্রত্যাবর্তনের দ্বিতীয় দিন অর্থাৎ ২৬ ডিসেম্বর, শুক্রবার বাদ জুমা তিনি যাবেন শেরেবাংলা নগরে। সেখানে পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন এবং পরে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। আর ২৭ ডিসেম্বর শনিবার থাকছে এক অনন্য কর্মসূচি। এদিন তিনি ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার জন্য আবেদন করবেন। এরপর জুলাই আন্দোলনে আহত যোদ্ধাদের দেখতে যাবেন পঙ্গু হাসপাতালে এবং সম্প্রতি নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।