দিপু চন্দ্র হত্যাকাণ্ড: পুলিশ গ্রেপ্তার করল আরও ৬ আসামিকে, মোট গ্রেপ্তার ১৮
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ১৩:৩০
ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহের ভালুকায় দিপু চন্দ্র দাস (২৮)কে পিটিয়ে হত্যা এবং মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় পুলিশ আরও ৬ জনকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে মোট গ্রেপ্তার হয়েছেন ১৮ জন। নতুন গ্রেপ্তারদের মধ্যে ছিলেন সুনামগঞ্জের তাকবির (২২), ঠাকুরগাঁওয়ের রুহুল আমিন (৪২), ময়মনসিংহ সদরের নূর আলম (৩৩), তারাকান্দা উপজেলার মো. শামীম মিয়া (২৮), নোয়াখালির সেলিম মিয়া (২২) ও মাদারীপুরের মো. মাসুম খালাসী (২৩)।
জেলা পুলিশের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন গ্রেপ্তাররা দিপুকে চাকরি থেকে অব্যাহতি দিতে চাপ সৃষ্টি করেছিল এবং ফ্যাক্টরির মধ্যে উসকানি ও স্লোগান দিয়ে ধর্ম অবমাননার বিষয়টি ছড়িয়ে দিয়েছিল। অভিযানের সময় অন্যান্য আসামিদের ধরার প্রচেষ্টা চলছে।
এর আগে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। নিহতের ছোট ভাই অপু চন্দ্র দাস গত ১৯ ডিসেম্বর ভালুকা থানায় মামলা দায়ের করেন, যেখানে অজ্ঞাতনামা ১৫০/১৬০ জনকে আসামি করা হয়।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন বলেন, “কেন ওই যুবককে পুলিশের হাতে না দিয়ে জনতার হাতে তুলে দেওয়া হলো তা খতিয়ে দেখা হচ্ছে।”
ঘটনার পেছনে প্রাথমিক তথ্য অনুযায়ী, ১৮ ডিসেম্বর রাতে জামিরদিয়া এলাকার পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড কারখানায় দিপুকে গণপিটুনি দেওয়া হয়। পরে তার মরদেহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পুড়িয়ে দেওয়া হয়। পুলিশ রাত আড়াইটার দিকে অর্ধপোড়া মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।