পাটগ্রামে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৭টি ট্রলি জব্দ, আটক ৫

রাবিক ইসলাম | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ১৪:৩৭

অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৭টি ট্রলি জব্দ, আটক ৫। ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে পাটগ্রাম থানা পুলিশ। অভিযানে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনে ব্যবহৃত ৭টি বালুবাহী ট্রলি জব্দসহ ৫ জনকে আটক করা হয়েছে।

শনিবার (তারিখ উল্লেখযোগ্য) পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক–এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন দুলাল হোসেন (পিতা: আমিনুর), সোহাগপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড, সামিম হোসেন (পিতা: জামিনুর রহমান), সোহাগপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড,  বাধন হোসেন (পিতা: রফিকুল), গ্রাম বেংকান্দা, পৌরসভার ১ নম্বর ওয়ার্ড,  হাসিব হোসেন (পিতা: হাসান আলী), ধবলসুতী মাষানটারি, আজম হোসেন (পিতা: রফিকুল ইসলাম), গ্রাম শ্রীরামপুর ইসলামপুর পাকার মাথা, ২ নম্বর ওয়ার্ড|

পুলিশ সূত্র জানায়, জব্দকৃত ট্রলিগুলো অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছিল। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ নাজমুল হক বলেন,
“অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে পুলিশের এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হলে পরিবেশ রক্ষা ও সরকারি সম্পদ সংরক্ষণ সম্ভব হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top