শরীয়তপুরের মুক্তিযুদ্ধের বীরাঙ্গনা যোগমায়া মালো আর নেই
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২৬, ১৩:২৬
দেশের মুক্তিযুদ্ধের জীবন্ত সাক্ষী, বীরাঙ্গনা যোগমায়া মালো ৬৯ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। ক্যানসারসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন তিনি। সোমবার বিকেল সাড়ে ৪টায় রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হয়। পরে সন্ধ্যায় শরীয়তপুর মনোহর বাজার পৌরসভা শ্মশানে দাহ সম্পন্ন করা হয়েছে।
শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলোরা ইয়াসমিন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় মাত্র ১৫ বছর বয়সী যোগমায়া মালোকে পাকিস্তানি সেনারা গ্রেপ্তার করে মাদারীপুরের এ আর হাওলাদার জুট মিলসে নিয়ে যায়। সেখানে তিনি দীর্ঘ সময় নৃশংস নির্যাতনের শিকার হন। স্বাধীনতার পর স্বামী ও সন্তানদের কাছে ফিরে আসলেও দারিদ্র্য এবং ঘরবাড়ি না থাকার কারণে মানবেতর জীবনযাপন করতে হয় তাকে।
২০১৮ সালে রাষ্ট্রীয়ভাবে ‘বীরাঙ্গনা’ খেতাব প্রাপ্ত হলেও অর্থনৈতিক সংকট তার সঙ্গী ছিল। বিভিন্ন গণমাধ্যমে তার জীবনগাথা প্রকাশের পর জেলা প্রশাসনের উদ্যোগে বিজয় দিবসের প্রাক্কালে তাকে একটি ‘বীর নিবাস’ ঘর উপহার দেওয়া হয়।
ইউএনও ইলোরা ইয়াসমিন জানান, মরদেহকে কফিনজাতীয় পতাকায় মোড়ানো হয় এবং রাষ্ট্রীয় সালামের মাধ্যমে প্রশাসনের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।