মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় ১ হাজার ৮ শিশু ও কিশোর নিহত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২৬, ১৫:৩৪

সংগৃহীত

বিদায়ী বছর ২০২৫ সালে দেশে সড়ক দুর্ঘটনায় ১ হাজার ৮ শিশু ও কিশোর নিহত হয়েছে। এদের বয়স ১ মাস থেকে ১৭ বছর। তথ্যটি প্রকাশ করেছে রোড সেফটি ফাউন্ডেশন, যা ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, ইলেকট্রনিক গণমাধ্যম এবং সংস্থার নিজস্ব তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৫৩৭ শিশু (৫৩.২৭%) বিভিন্ন যানবাহনের যাত্রী, চালক বা হেলপার হিসেবে মারা গেছে, আর ৪৭১ শিশু (৪৬.৭২%) পথচারী হিসেবে। সড়কের ধরন অনুযায়ী মহাসড়কে ২৮১, আঞ্চলিক সড়কে ৩৬৪, গ্রামীণ সড়কে ২৯১ ও শহরের সড়কে ৭২ শিশু নিহত হয়েছে। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ১–৫ বছর বয়সি ১৭৯, ৬–১২ বছর বয়সি ৩৮২ এবং ১৩–১৭ বছর বয়সি ৪৪৭ শিশু মারা গেছে।

রিপোর্টে সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে: সড়ক ও সড়ক পরিবহণ শিশুবান্ধব না থাকা, শিশুদের মধ্যে সচেতনতার অভাব, অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক চালক, দুর্ঘটনায় আহত শিশুদের চিকিৎসা ব্যবস্থা দুর্বলতা ও পরিবারের আর্থিক অসচ্ছলতা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top