মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ত্যাগের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২৬, ১৬:৪৪

সংগৃহীত

ইরানে চলমান তীব্র অস্থিরতার কারণে মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার ইরানের জন্য ভার্চুয়াল মার্কিন দূতাবাস এক নিরাপত্তা সতর্কবার্তায় জানিয়েছে, এখনই ইরান ছেড়ে চলে যাওয়া প্রয়োজন এবং যুক্তরাষ্ট্র সরকারের কোনো সহায়তার ওপর নির্ভর না করে দেশত্যাগের পরিকল্পনা করতে হবে।

সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, যারা কোনো কারণে দেশ ত্যাগ করতে পারছেন না, তারা নিরাপদে বাসভবনের ভেতরে বা অন্য নিরাপদ স্থানে অবস্থান করুন। এছাড়া ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা মাথায় রেখে বিকল্প যোগাযোগ ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি নিরাপদ হলে স্থলপথে আর্মেনিয়া বা তুরস্ক হয়ে ইরান ছাড়ার পথও বিবেচনা করতে বলা হয়েছে।

মার্কিন-ইরানি দ্বৈত নাগরিকদের সতর্ক করা হয়েছে, ইরান ত্যাগের সময় অবশ্যই ইরানি পাসপোর্ট ব্যবহার করতে হবে। কারণ, ইরান দ্বৈত নাগরিকত্ব স্বীকৃতি দেয় না এবং এই নাগরিকদের শুধুমাত্র ইরানি হিসেবে বিবেচনা করে।

এদিকে, ইরানে চলমান বিক্ষোভ ও সরকারি দমন-পীড়নের প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের ওপর সামরিক হামলার হুমকি অব্যাহত রেখেছে। হোয়াইট হাউস জানিয়েছে, সংকট নিরসনে কূটনীতি অগ্রাধিকার পাচ্ছে, তবে প্রয়োজনে বিমান হামলার মতো কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেন, “প্রেসিডেন্ট সব ধরনের বিকল্প খোলা রাখেন। বিমান হামলাও তার মধ্যে একটি পথ, এবং ইরান এটিকে ভালোভাবে জানে। তবে একই সঙ্গে কূটনৈতিক আলোচনাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top