বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২

পঞ্চগড়ে হাড়কাঁপানো শীত, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে টানা ৯ দিন

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২৬, ১০:০২

পঞ্চগড়ে হাড়কাঁপানো শীত, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে টানা ৯ দিন। ছবি: সংগৃহীত

পৌষের শেষ ভাগে দেশের উত্তরের জনপদ পঞ্চগড়ে জেঁকে বসেছে মাঘের সেই প্রবাদ প্রতিম ‘বাঘ কাঁপানো’ শীত। রাত বাড়লেই চারপাশ যেন বরফে পরিণত হচ্ছে। টানা ৯ দিন ধরে এ অঞ্চলে তাপমাত্রার পারদ ১০ ডিগ্রির নিচে অবস্থান করছে। ফলে সীমান্তঘেঁষা মানুষের স্বাভাবিক জীবনযাত্রা হঠাৎ বিপর্যস্ত হয়ে পড়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) ভোরে পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের তথ্যমতে, গত এক সপ্তাহ ধরে তাপমাত্রা ৮ ডিগ্রির আশেপাশে ঘুরপাক খাচ্ছে। এর আগে গত শুক্রবার এই মৌসুমের সর্বনিম্ন ৬.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

সকালে পূবালী সূর্যের দেখা মিললেও হিমেল বাতাসের দাপটে রোদের উষ্ণতা যেন ম্লান হয়ে যাচ্ছে। পেটের তাগিদে তীব্র শীত উপেক্ষা করেই পাথর ও চা শ্রমিকরা নামতে হচ্ছে কর্মক্ষেত্রে। তবে সব থেকে বেশি কষ্টে পড়ছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষরা।

স্থানীয় বাসিন্দা হানিফ আলী জানান, “ঠান্ডায় হাত-পা সব অবশ হয়ে আসে। রাতে মনে হয় তাপমাত্রা শূন্যের কোথাও নেমে গেছে। টিনের চালে শিশির পড়ার শব্দ শুনলে মনে হয় বৃষ্টি পড়ছে। কিন্তু কাজ না করলে তো পেট চলবে না, তাই এই বরফ জলেই নামতে হয়েছে।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top