সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২

গাজীপুরে ২ সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা

গাজীপুর প্রতিনিধি | প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২৬, ১৫:১৫

ছবি: সংগৃহীত

গাজীপুরের পূবাইল এলাকায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে দুই সন্তানসহ এক নারী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল রেলস্টেশন সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মা ও তার দুই সন্তানের মৃত্যু হয়।

নিহতরা হলেন- হাফেজা খাতুন মালা (৩৫), তার মেয়ে তাবাসসুম (৮) এবং ছেলে মারুফ (৫)। তিনি  জেলার কালিগঞ্জ উপজেলার মাবিয়া ইউনিয়নের দক্ষিণ সোম গ্রামের উজ্জ্বলএর স্ত্রী। বর্তমানে তারা পূবাইল এলাকায় বসবাস করছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ঘটনার আগে হাফেজা খাতুন মালা তার দুই সন্তানকে স্কুল ড্রেস পরা অবস্থায় নিয়ে রেলগেটের দিকে হাঁটছিলেন। রেলগেটের দায়িত্বে থাকা গেটম্যান সাত্তারকে তিনি জিজ্ঞেস করেন, ‘ট্রেন আসবে কি না।’ গেটম্যান তাকে বিপরীত পাশ দিয়ে নিরাপদে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু মালা তার কথা উপেক্ষা করে সেই লাইনের দিকেই এগিয়ে যান, যেখান দিয়ে ট্রেন আসছিল। ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার এক্সপ্রেস ট্রেনটি যখন কাছে আসে, হাফেজা খাতুন মালা তার দুই সন্তানসহ হঠাৎ ট্রেনের নিচে ঝাঁপ দেন। মুহূর্তের মধ্যেই মা ও দুই শিশু ঘটনাস্থলেই প্রাণ হারান।

স্বজনরা গণমাধ্যমকে জানান, দীর্ঘদিনের পারিবারিক বিরোধ এবং মানসিক চাপের কারণে হাফেজা খাতুন মালা এই চরম সিদ্ধান্ত নিতে পারেন। স্বামী উজ্জ্বল, মায়ের পরিচর্যায় থাকা তাবাসসুম ও মারুফ তাদের ওপর দিয়ে তিনি নিজের কষ্টকে বহন করতে গিয়ে এক ভয়াবহ পথ বেছে নিয়েছেন বলে মনে করছেন স্বজনরা।

এ বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান গণমাধ্যমকে জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হলেও তদন্ত শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top