মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২

ভোলার বোরহানউদ্দিনে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৬, ০০:৩১

সংগৃহীত

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারানোর ফলে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। দুর্ঘটনা ঘটেছে সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে টবগী রাস্তার মাথা বাজার সংলগ্ন এলাকায়।

মৃত্যু হওয়া কলেজছাত্রের নাম সোহাগ, সে টবগী ৭নং ওয়ার্ডের বাসিন্দা এবং রিকশাচালক মো. সেলিমের ছেলে। সোহাগ হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির শিক্ষার্থী। দুর্ঘটনার সময় তার সঙ্গে থাকা বন্ধু সিয়াম আহত হয়েছেন এবং হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে দ্রুতগামী জিকসার ও আরটিআর মোটরসাইকেল পাল্লা দেওয়ার সময় সোহাগ নিয়ন্ত্রণ হারিয়ে পিলারের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যান। পরে পুলিশ লাশ উদ্ধার করে এবং পরিবারের কাছে হস্তান্তর করেছে।

স্থানীয়রা জানাচ্ছেন, মহাসড়কের মেরামতের পর থেকে মোটরসাইকেল ও অটোরিকশা চালকদের বেপরোয়া গতির কারণে দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

উল্লেখ্য, একই দিনে ভোলার লালমোহনে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ আরও তিনজন নিহত হয়েছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top