রাজশাহীতে দুর্ঘটনার পর উত্তেজিত জনতা পুলিশের ওপর হামলা, তিনজন নিহত
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৬, ০০:৪৮
রাজশাহীর পুঠিয়া উপজেলায় বাস ও অটোরিকশার সংঘর্ষে তিনজনের মৃত্যু ঘটেছে। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা এক এসআইকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখে এবং পাশে থাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) গালাগাল করে অবরুদ্ধ করে রাখে।
ঘটনা রোববার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে পোল্লাপুকুর এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে ঘটে। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ঘটনাস্থলেই নিহত হন। আহত ৬-৭ জনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও এক নারী ও এক পুরুষ মারা যান।
স্থানীয়দের অভিযোগ, পুলিশ বাসচালককে পালাতে সাহায্য করেছে, কিন্তু পুলিশ সূত্রে জানানো হয়েছে, চালক পুলিশের আগমনের আগে পালিয়ে যায়। এতে গুজব ছড়িয়ে জনতা পুলিশের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং মবের মতো আচরণ করে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানিয়েছেন, “চালক একটি ফিলিং স্টেশনে বাস রেখে পালিয়েছে। পুলিশ গুজব ছড়ানোর আগে ঘটনাস্থলে পৌঁছায়নি। ওসি ও এসআইকে উদ্ধার করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে, চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।”
পুলিশ জানায়, নিহতদের পরিবারের পক্ষ থেকে এখনও মামলা না হলেও তারা পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।