শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২

আবারো ‘থর’ হয়ে ফিরবেন ক্রিস হেমসওয়ার্থ

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২১, ০৪:৩৩

আবারো ‘থর’ হয়ে ফিরবেন ক্রিস হেমসওয়ার্থ

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের জনপ্রিয় চরিত্র ‘থর’। আর এই চরিত্র দিয়েই তুমুল জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ। সম্প্রতি আবারও ‘থর’ হিসেবে ফেরার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি।

‘দ্য টুডে শো’ তে উপস্থিত হয়ে এ কথা জানান ৩৮ বছর বয়সী এই অভিনেতা। তার কাছে। ‘স্পাইডার ম্যান’ প্রকল্পে স্বাক্ষরের প্রসঙ্গে ‘গড অফ থান্ডার’র ভবিষ্যত সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'সে কয়টি ‘স্পাইডার-ম্যান’ করেছে? আমার মনে হয় সে তিনটি করেছে। আমি ছয় বা সাতটা ‘থর’ করেছি। আমার মনে হয় এক্ষেত্রে সে আমার থেকে কিছুটা পেছনে।'

তিনি আরো বলেন, ‘যতক্ষণ তারা আমাকে চাইবে, ততোদিন আমি কাজ করবো।’ এদিকে ক্রিসকে দেখা যাবে পরবর্তীতে বিখ্যাত সিরিজ ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ -এর চতুর্থ সিজনে। এছাড়া আরও দেখা যাবে অভিনেত্রী নাটালি পোর্টম্যানকে। সিনেমাটি ২০২২ সালের ৮ জুলাই মুক্তি পেতে চলেছে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top