বুধবার, ৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

দুই মাসে গর্ভবতী পুনম পান্ডে!

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২০, ২০:৩৩

বিনোদন ডেস্ক:

পুনম পান্ডে! আবেদনময়ী দক্ষিনী এ অভিনেত্রী বারবার পুরুষ মনে ঝড় তুলে সমালোচিত হয়েছেন। এবার বিয়ের মাত্র দুই মাস না যেতেই স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে হয়েছেন সমালোচিত। যদিও এর কিছুক্ষণ পরে সেই অভিযোগ তুলে স্বামীকে নিয়ে বাসায় ফিরেছিলেন পুনম।

তবে এবার বন্ধু মহলে রটেছে তিনি নাকি অন্তঃসত্ত্বা। বিয়ের দুই মাসের মধ্যেই গর্ভবতী হওয়া এমন খবরে পুনমকে নিয়ে অনেকেই ট্রল করছেন। আবার অনেকে বলছেন প্রথম সন্তান জন্মের অপেক্ষাতেই দিন কাটছে পুনমের।

তবে সেসব দাবি একেবারে উপেক্ষা করে পুনম বলেন, ব্যক্তিগত জীবন সম্পর্কে এমন গুজব রটায় আমি বিরক্ত। তবে অন্তঃসত্ত্বা হওয়ার মতো এমন কোনো সুখবর থাকলে অনুরাগীদের নিজেই জানাবো।

প্রসঙ্গত, কিছুদিন আগে অশ্লীল ভিডিও অন্তর্জালে ভাইরাল হওয়ায় আইনি গ্যাড়াকলে জড়ান এই মডেল-অভিনেত্রী। দু’টি এফআইআর হয় তার বিরুদ্ধে। এমনকি পুলিশ তাকে গ্রেপ্তার করে। যদিও পরে মুচলেকা দিয়ে ছাড়া পান তারা।

এনএফ৭১/এবিআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top