বুধবার, ৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

মা হতে চলেছেন নেহা কক্কর

নিউজ ফ্লাশ ৭১ | প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২০, ২১:৫৭

বিনোদন প্রতিবেদক:

চলতি বছরের অক্টোবরেই রোহনপ্রীতের সঙ্গে বিয়ে হয় সংগীতশিল্পী নেহা কক্করের। বিয়ের দুই মাস না যেতেই গুঞ্জন শুরু হয়েছে, মা হতে চলেছেন নেহা।

শুক্রবার (১৮ ডিসেম্বর) ইনস্টাগ্রামে স্বামী রোহনপ্রীত সিংহের সঙ্গে তিনি একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, নীল রঙের জিন্সের জাম্প স্যুট পড়ে হাসিমুখে দাঁড়িয়ে আছেন নেহা। ভালবেসে তাকে ধরে রেখেছেন রোহনপ্রীত। দুজনের চোখেমুখে উচ্ছ্বাস। এসব কিছু ছাপিয়ে নজর কাড়ল নেহার বেবি বাম্প।

ছবির ক্যাপশনে নেহা কক্কর লিখেছেন, ‘খেয়াল রাখকার (খেয়াল রাখো)’। রোহানপ্রীতও এই ছবিটি পোস্ট করেছেন। রোহনপ্রীত ছবির ক্যাপশনে লিখেছেন, ‘এবার তো একটু বেশিই খেয়াল রাখতে হবে’।

এনএফ৭১/আরআর/২০২০




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top