দক্ষিণী সাফল্যের পর বলিউডে রুক্মিণী বসন্তের নতুন যাত্রা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ১৫:০০

সংগৃহীত

দক্ষিণী সিনেমায় ইতিমধ্যেই নিজের জায়গা পোক্ত করে নেওয়া রুক্মিণী বসন্ত এবার বলিউডের আলোঝলমলে দুনিয়ায় পা রাখতে চলেছেন। কন্নড়, তামিল ও তেলুগু ছবিতে খ্যাতি অর্জনের পর হিন্দি ছবিতেও তার অভিষেকের সম্ভাবনা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ২৯ বছর বয়সি এই অভিনেত্রী।

‘কান্তারা: চ্যাপ্টার ১’-এ রাজকুমারী চরিত্রে অভিনয়ের পর তিনি জানিয়েছেন, এই সাফল্যের সুবাদে একের পর এক প্রস্তাব পাচ্ছেন। হিন্দি ছবির চিত্রনাট্য নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, “অনেক কথাবার্তা চলছে, আর আমি ভীষণ উচ্ছ্বাসিত।”

রুক্মিণী হিন্দি ভাষার সঙ্গে তার পারিবারিক সম্পর্ককেও উল্লেখ করেছেন। তিনি বলেন, “খুব ছোটবেলা থেকেই হিন্দি ভাষার সঙ্গে পরিচিত। ফৌজি পরিবারের সঙ্গে যুক্ত থাকার কারণে হিন্দি এমন একটি সুতো, যা এক ক্যান্টনমেন্টকে আরেকটির সঙ্গে জুড়ে দেয়। মনে হয়, সেখান থেকেই এই সংযোগের শুরু।”

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি জানান, হিন্দি ছবিতে অভিনয়ের সুযোগ এখনও পাইনি, তবে তিনি নিজেকে নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রেখেছেন। “ঈশ্বরের কৃপায় খুব শিগগিরই সেই যাত্রা শুরু হতে পারে,” বলেন তিনি।

রুক্মিণী বসন্ত ইতিমধ্যেই দক্ষিণী ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থান তৈরি করেছেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে সপ্ত সাগরদাচে এলো, আপ্পুডো ইপ্পুডো এপ্পুডো ও মাধারাসি। হিন্দিতে তার অভিষেক হয় আপস্টার্টস ছবির মাধ্যমে। এছাড়া সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস, ড্রাগন এবং মণিরত্নমের একটি নামহীন ছবি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top