বৃহঃস্পতিবার, ১৫ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

মেকআপ রুমে মিলল নায়িকার ঝুলন্ত মরদেহ

রায়হান রাজীব | প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২২, ০২:২৯

অভিনেত্রী তুনিশা শর্মা

ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তুনিশা শর্মা মারা গেছেন। শনিবার মহরাষ্ট্রের ওয়ালিব শহরে একটি সিরিয়ালের শুটিংয়ের সময় মেকআপ রুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধারের পাঁচ ঘণ্টা আগে ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে তিনি লিখেছিলেন,যারা তাদের আবেগ দ্বারা চালিত, তারা থামে না।

পুলিশ জানিয়েছে, খবর পেয়ে কক্ষের দরজা ভেঙে তুনিশার মরদেহ উদ্ধার করা হয়। তিনি আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে। তবে এর পেছনের কারণ জানা যায়নি। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মহারাষ্ট্রের ভিওয়াড়ি হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: সঞ্জীব চৌধুরী ছিলেন বাংলার বব ডিলান

‘আলিবাবা: দাস্তান-ই কাবুল’ সিরিয়ালের শুটিং স্পট থেকেই তার মরদেহ উদ্ধার হয়েছে। অতি চঞ্চল হাসিখুশি এই অভিনেত্রীর মৃত্যুর খবরে মুম্বাইয়ের ছোট পর্দার জগতে নেমেছে শোকের ছায়া।

শিশুশিল্পী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন তুনিশা। ‘ভারত কা বীর পুত্র: মহারানা প্রতাপ’ সিরিয়াল দিয়ে শুরু। মাত্র ২০ বছর বয়সী তুনিশা ছোট পর্দায় বেশ জনপ্রিয় হয়েছিলেন।

শুধু টেলিভিশন সিরিয়ালেই নয়,ফিতুর,বার বার দেখো,কাহানি ২,দুর্গা রানি সিংহ,দাবাং ৩-এর মতো সিনেমাতেও তুনিশাকে দেখা গেছে। কালারস টিভিতে তার সিরিয়াল ‘ইন্টারনেট ওয়ালা লাভ’ দর্শকের মন ছুঁয়েছে।

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top