রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন উরফি জাভেদ !

সাবিকুন নাহার সাদিয়া | প্রকাশিত: ১০ আগষ্ট ২০২৫, ১৩:০০

ছবি: সংগৃহীত

উরফি জাভেদ !এই নামটা শোনেন নাই হয়তো এমন কাউকে পাওয়াই যাবে না ।টেলিভিশন সিরিয়াল থেকে বিগ বস রিয়ালিটি শোতে আসার পর জনপ্রিয়তা বেশ ভালো ভাবেই ধরা দিয়েছে তাকে । তবে এখন তো প্রায় সময়ই কেন্দ্রবিন্দুতে থাকেন উরফি জাভেদ ।তার সাহসী ফ্যাশনের জন্য সবসময় তার কথা থাকে মানুষের মুখে মুখে,আর সেটাই তার অন্যতম পরিচয় হয়ে দাঁড়িয়েছে ।


আবারও উরফি জাভেদ আসলো শিরোনামের প্রথম পাতায় ।তবে এবার ফ্যাশনের জন্য নয় ,এসেছে ব্যক্তি জীবন নিয়ে ।এই ‘ভাইরালকন্যা’ উরফি নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এমনই গুঞ্জন শোনা যাচ্ছে । জানা যায়, উরফির হবু বর দিল্লির এক প্রভাবশালী শিল্পপতি।তাদের নাকি দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে ।এবার সেই সম্পর্কই বিয়ে পর্যন্ত গড়াচ্ছে । তবে তার প্রেমিক নাকি প্রচারবিমুখ তাই একসঙ্গে ক্যামেরার সামনে ধরা দেয় নি ।তবে উরফির বিয়ের গুঞ্জন নিয়ে ভক্তদেরও কৌতূহলের শেষ নেই । এই বিষয়ে উরফি আনুষ্ঠানিক ভাবে কিছু বলেন নি ।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top