মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২

থাইল্যান্ডে ‘মিস ইউনিভার্স’ অনুষ্ঠানে বিতর্ক, মিস মেক্সিকোসহ প্রতিযোগীরা বিক্ষোভে অংশগ্রহণ

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫, ১৬:৩১

সংগৃহীত

থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে চলা ‘মিস ইউনিভার্স’ আসরের আগেই ঘটে গেল এক বিতর্কিত ঘটনা। ২১ নভেম্বর নতুন মিস ইউনিভার্সের নাম ঘোষণা হওয়ার ঠিক আগে, আয়োজকের অশালীন আচরণের প্রতিবাদে মিস মেক্সিকো ফাতিমা বশসহ কয়েকজন প্রতিযোগী অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান।

এক গনমাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে, এক প্রাক-প্রতিযোগিতা অনুষ্ঠানে মিস ইউনিভার্স থাইল্যান্ডের পরিচালক নাওয়াত ইৎসারাগ্রিসিল মিস মেক্সিকো ফাতিমাকে প্রকাশ্যে বকাঝকা করেন। অভিযোগ অনুযায়ী, ফাতিমা প্রচারমূলক পোস্ট না দেওয়ার কারণে তীব্র ভাষায় অপমানিত হন। প্রতিবাদ করলে ইৎসারাগ্রিসিল নিরাপত্তাকর্মী ডেকে আনেন এবং তাকে ও সমর্থনকারী প্রতিযোগীদের ‘অযোগ্য’ ঘোষণার হুমকি দেন। এই ঘটনার পর ফাতিমা অনুষ্ঠান ছেড়ে যান, এবং অন্য প্রতিযোগীরাও তার সঙ্গে সংহতি প্রকাশ করেন।

ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনরা মিস ইউনিভার্স অর্গানাইজেশনের আচরণকে অনৈতিক ও অপমানজনক বলে নিন্দা জানান। ফাতিমা বশ সাংবাদিকদের বলেন, “আপনি আমাকে একজন নারী হিসেবে সম্মান দেখাচ্ছেন না। আমাদের কণ্ঠ কেউ দমন করতে পারে না। কেউ আমাকে ছোট করে দিতে পারবে না।”

অনুষ্ঠান ত্যাগ করার সময় বর্তমান মিস ইউনিভার্স ভিক্টোরিয়া কেয়ার থেইলভিগও উপস্থিত ছিলেন। তিনি বলেন, “একজন প্রতিযোগীকে অপমান করা মানে তার সম্মানের চরম অভাব। তাই আমি আমার কোট পরে বেরিয়ে যাচ্ছি।”

২৬ বছর বয়সী ফাতিমা বশ মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় তাবাস্কোর তেপা শহরের বাসিন্দা। তিনি মেক্সিকোর ইতিহাসে চতুর্থ মিস ইউনিভার্স হওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন। মেক্সিকোর পূর্ববর্তী বিজয়ীদের মধ্যে রয়েছেন- লুপিতা জোন্স (১৯৯১), জিমেনা নাভারেতে (২০১০) এবং আন্দ্রেয়া মেজা (২০২১)।

ফাতিমা বশ বলেন, “আমি প্রতিযোগিতা থেকে সরে যাচ্ছি না। আমি শুধু আমার দেশকে জানাতে চাই। আমি কোনো পুতুল নই—যাকে সাজিয়ে, পোশাক পাল্টে মঞ্চে পাঠানো হবে। আমি এসেছি সেই সব নারী ও মেয়েদের হয়ে কথা বলতে, যারা প্রতিদিন নিজের অধিকারের জন্য লড়ে যাচ্ছে।”

এই ঘটনার পর এক সংবাদ সম্মেলনে ক্ষমা প্রার্থনা করেন মিস ইউনিভার্স থাইল্যান্ডের পরিচালক নাওয়াত ইৎসারাগ্রিসিল। সেখানে তাকে কাঁদতে দেখা যায়।

 

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top