মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২

‘এখন আমি আর প্রতিযোগিতায় নেই’ — প্রসেনজিৎ চ্যাটার্জি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫, ১৭:১৬

সংগৃহীত

একসময় গোটা টলিউড ইন্ডাস্ট্রির ভরসার নাম ছিলেন তিনি। বক্স অফিসে তার ছবি মানেই সাফল্যের গ্যারান্টি। সেই অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি এখন বলছেন— তিনি আর কোনো প্রতিযোগিতায় নেই।

চলতি বছর দুর্গাপূজার সময়ে মুক্তি পাওয়া তার অভিনীত ‘দেবী চৌধুরানী’ ছবি বক্স অফিসে একাধিক বড় বাজেটের ছবির সঙ্গে প্রতিযোগিতায় নামে। কিন্তু অভিনেতা এ নিয়ে কোনো উদ্বেগ প্রকাশ করেননি। বরং তিনি জানিয়েছিলেন, দর্শকদের কাছে নিজের সেরাটা পৌঁছে দেওয়াই তার একমাত্র লক্ষ্য।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রসেনজিৎ বলেন,

“আমার মনে হয় না আমাকে কেউ কোনো প্রতিযোগিতায় ফেলতে পারে। আমি এই প্রতিযোগিতার মধ্যে নেই। যদিও একটা সময় ছিল, যখন আমি এই প্রতিযোগিতার অংশ ছিলাম।”

তিনি স্মৃতিচারণা করে বলেন,

“একটা সময় ছিল যখন আমি বাইরে কাজ করতে পারতাম না, হিন্দি সিনেমা করতে পারতাম না, কারণ তখন টলিউড আমার ওপরই নির্ভর করত। সবাই বিশ্বাস করত— প্রসেনজিতের ছবি মানেই হিট। পরিচালক, প্রযোজক, দর্শক— সবাই মিলে আমাকে এমন এক প্রোডাক্টে পরিণত করেছিল, যে ছবিতে আমি থাকলে সেটি সফল হবেই।”

অভিনেতা আরও বলেন,

“তখন আমার পক্ষে সম্ভব ছিল না অন্য কোথাও গিয়ে দ্বিতীয় স্থানে দাঁড়ানো। এখন যখন আমি ময়ূরাক্ষী বা অন্য ধাঁচের সিনেমা করতে পেরেছি, তখন বুঝেছি— আমি আর প্রতিযোগিতায় নেই। এখন আমি সাহস পাচ্ছি হিন্দি বা মালায়ালাম ভাষার ছবিতেও কাজ করার।”

প্রসেনজিৎ চ্যাটার্জি বর্তমানে টলিউডে সিনিয়র ও বহুমাত্রিক চরিত্রে অভিনয়ের মাধ্যমে নতুন প্রজন্মের জন্য হয়ে উঠেছেন এক অনুপ্রেরণা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top