মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২

মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা কে এই মিথিলা?

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ১৮:০৯

সংগৃহীত

দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা আবারো নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। সম্প্রতি তিনি বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।

গত সেপ্টেম্বরে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জেতার পর, মিথিলা অক্টোবরের শেষের দিকে থাইল্যান্ডে মূল প্রতিযোগিতায় অংশ নেন। বর্তমানে তিনি ১২১টি দেশের সুন্দরীদের সঙ্গে গ্রুমিং ও প্রস্তুতি পর্বে অংশ নিচ্ছেন।

প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ ভোটিং পর্বে মিথিলা ৭৩,০০০ ভোট পেয়ে বিশ্বের ৫ নম্বরে উঠে এসেছেন। এই অসাধারণ সাফল্যে বিনোদন অঙ্গনের শীর্ষ তারকারা, যেমন জয়া আহসান, শবনম বুবলী, রুনা খান, জান্নাতুল পিয়া সহ অনেকে তার জন্য ভোট চেয়েছেন।

এ প্রসঙ্গে আবেগঘন একটি পোস্টে মিথিলা লিখেছেন, “আমি কাঁদছি... আপনাদের অমূল্য ৭৩,০০০ ভোটে আমরা এখন বিশ্বের ৫ নম্বরে। বাংলাদেশে মুকুটটা আনার জন্য এবার আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের পাক ক্রেটে অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্স ৭৪তম আসরের গ্র্যান্ড ফিনালে। বাংলাদেশে মুকুট আনার ইতিহাসে মিথিলার এই ভোটিং সাফল্য নিঃসন্দেহে একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে বাংলাদেশ থেকে শিরিন শিলা (২০১৯) এবং আনিকা আলম (২০২৪) অংশ নিয়েছিলেন।

তানজিয়া জামান মিথিলা শুধুমাত্র মডেল ও অভিনেত্রী হিসেবেই নয়, বরং দেশের আন্তর্জাতিক মঞ্চে সৌন্দর্যের প্রতিনিধিত্ব করে দেশের গৌরব বৃদ্ধিতেও অবদান রাখছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top