মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২

নির্মাতার বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ তমার

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫, ১২:১৯

সংগৃহীত

এক যুগ আগে শুটিং শেষ হওয়া তমা মির্জা ও আরিফিন শুভ অভিনীত সিনেমা ‘মন বোঝে না’ অবশেষে মুক্তি পেয়েছে গত সপ্তাহে। তবে দীর্ঘ ১১ বছর পর হঠাৎ করে ছবিটি মুক্তি দেওয়ায় প্রযোজক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন ছবির নায়িকা তমা মির্জা।

২০১৩ সালে শুটিং শুরু হওয়া আয়েশা সিদ্দিকা পরিচালিত এই ছবিটির কাজ শেষ হয় ২০১৪ সালে। অভিনয়শিল্পীরা তখন নিজেদের অংশের কাজ সম্পন্ন করেন এবং ছবিটিও মুক্তির জন্য প্রস্তুত ছিল। কিন্তু এরপর দীর্ঘ সময় ধরে এর মুক্তি নিয়ে আর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

হঠাৎ করেই গত শুক্রবার দেশের কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয় ছবিটি। তবে মুক্তির আগে-পরে ছবির কোনো প্রচারণায় দেখা যায়নি প্রধান দুই শিল্পী তমা মির্জা ও আরিফিন শুভকে।

এ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে তমা মির্জা গণমাধ্যমে বলেন,

“১১ বছর আগে আমরা শুটিং শেষ করেছি। ওই সময় অনুযায়ী ছবিটি সময়োপযোগী ছিল। অনেক টাকা বিনিয়োগ করে শুটিং করা হয়েছিল, আমরাও মন দিয়ে কাজ করেছি। কিন্তু এত বছর পর হঠাৎ ছবিটি মুক্তি দেওয়া ঠিক হয়নি।”

তিনি আরও বলেন,

“এই সময়ের দর্শকরা আমাদের বর্তমান কাজের সঙ্গে তুলনা করবেন। অথচ আমাদের অভিনয়, চিন্তাভাবনা, আউটলুক—সবকিছুই বদলে গেছে। তাই এটা ছবির জন্যও ক্ষতির কারণ।”

‘মন বোঝে না’ ছবিতে তমা মির্জা ও আরিফিন শুভ ছাড়াও অভিনয় করেছেন আরও অনেকে। দীর্ঘ সময় পর হঠাৎ মুক্তি পাওয়া এই ছবিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা চলছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top