মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২

ধর্মেন্দ্রর ৯০তম জন্মদিন পালনে প্রস্তুত পরিবার

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫, ১৫:১৪

সংগৃহীত

বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র কৃষ্ণ দেওল কিছুদিন হাসপাতাল ভর্তি থাকার পর সম্প্রতি বাড়িতে ফিরে চিকিৎসা নিচ্ছেন। পরিবারের সূত্রে জানা গেছে, তার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক উন্নতির দিকে।

গত সপ্তাহে শ্বাসকষ্ট এবং বয়সজনিত জটিলতার কারণে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হন ৮৯ বছরের নায়ক। এরই মধ্যে সোমবার দেশের গণমাধ্যমে তার মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে পড়ে, যা ভক্ত ও অনুরাগীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে। এই ঘটনার প্রতিক্রিয়ায় নায়কের স্ত্রী হেমা মালিনীও গণমাধ্যমের ওপর ক্ষোভ প্রকাশ করেন।

আগামী ৮ ডিসেম্বর ৯০ বছরে পা রাখবেন ধর্মেন্দ্র। নায়কের সুস্থতা এবং বয়সকে অতিক্রম করার সক্ষমতা প্রমাণ করছে যে বয়স কেবল একটি সংখ্যা। পরিবার ইতিমধ্যেই আসন্ন জন্মদিনের জন্য প্রস্তুতি শুরু করেছে।

পরিবার সূত্রে জানা গেছে, চলতি মাসের ২ তারিখে নায়কের মেয়ে এশা দেওয়লের জন্মদিন ছিল, কিন্তু স্বাস্থ্যগত কারণে তা পালন করা হয়নি। পরিকল্পনা অনুযায়ী আগামী মাসে বাবা-মেয়ের জন্মদিন একসঙ্গে উদযাপন করা হবে।

ধর্মেন্দ্রের বলিউড যাত্রা ১৯৬০ সালে ‘দিল ভি তেরা হাম ভি তেরে’ ছবির মাধ্যমে শুরু হয়। যদিও এটি বক্স অফিসে ব্যর্থ হয়েছিল, পরবর্তীতে ‘শোলা অউর শবনম’ (১৯৬১) এবং ১৯৬৬ সালের ‘ফুল ও পাথ্থর’ ছবির মাধ্যমে তিনি বলিউডের অন্যতম সেরা অ্যাকশন হিরো হিসেবে প্রতিষ্ঠিত হন। তার ফিল্মোগ্রাফিতে ‘জীবন মৃত্যু’, ‘ইয়াদো কি বারাত’, ‘চারাস’, ‘শোলে’ সহ অসংখ্য ব্লকবাস্টার ছবি রয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top