মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২

হিরো আলম গ্রেপ্তার হওয়ায় যা বললেন রিয়ামনি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫, ১৫:৩৪

সংগৃহীত

জনপ্রিয় গায়ক ও অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলমকে শনিবার (১৫ নভেম্বর) দুপুরে হাতিরঝিল থানা পুলিশ গ্রেপ্তার করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বিষয়টি নিশ্চিত করেছেন।

হিরো আলমের বিরুদ্ধে গত ১২ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালতের আদেশ অনুযায়ী আজ তাকে পুলিশ গ্রেপ্তার করেছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, হিরো আলমের সঙ্গে তার স্ত্রী রিয়া মনির মধ্যে মনোমালিন্য দেখা দেয়। পরবর্তীতে হিরো আলম বাদীকে তালাক দিয়ে তার বাসা থেকে বের করে দেন। ২১ জুন হিরো আলমসহ ১০–১২ অজ্ঞাতনামা ব্যক্তি বাদী ও তার পরিবারের সঙ্গে মীমাংসার জন্য ডাকা হতেই গালাগাল ও মারধরের ঘটনা ঘটে। পরে তারা বাদীর বর্তমান বাসায় ঢুকে কাঠের লাঠি দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করেন। এ সময় রিয়ার গলায় থাকা দেড় ভরি ওজনের সোনার চেইনও চুরি হয়।

বাদী পক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী জানান, আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন এবং নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছেন না। এজন্য তাদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। হিরো আলমের সঙ্গে মামলার আরেক আসামি আহসান হাবিব সেলিমের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

রিয়া মনি এই ঘটনার পর বলেছেন, “আমিও খবর শুনেছি। আমার সঙ্গে হওয়া অপরাধের বিচার চাই। বাধ্য হয়ে আমি আইনের কাছে গিয়েছি। আইনের প্রতি আমার আস্থা ও ভরসা রয়েছে।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top