তিন উপদেষ্টার পদত্যাগের আল্টিমেটাম ডাকসু ভিপির
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ১৬:১৯
তিন দফা দাবি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাস্তবায়ন না হলে স্বরাষ্ট্র, আইন ও পররাষ্ট্র—এই তিন উপদেষ্টার পদত্যাগ দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
সোমবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
সাদিক কায়েম বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান উন্নতি না এলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। তিনি যখন এসব কথা বলেন, তখন স্বরাষ্ট্র উপদেষ্টা তার পাশেই দাঁড়িয়ে ছিলেন। এ সময় তাকে কিছুটা বিব্রত দেখা যায়।
ডাকসু ভিপির প্রথম দাবি হিসেবে উঠে আসে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা। তিনি বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী ও সহায়তাকারী সবাইকে দ্রুত গ্রেপ্তার করতে হবে।
এ ছাড়া গোয়েন্দা সংস্থাসহ রাষ্ট্রের সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে দ্রুত জবাবদিহির আওতায় আনতে হবে। যাদের গাফিলতি প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।
পাশাপাশি, এই হামলাকে যারা সমর্থন দিয়েছে এবং হাদি ও জুলাই বিপ্লবীদের হত্যাযোগ্য করে তুলেছে—এমন ব্যক্তিদের ‘কালচারাল ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে সামাজিকভাবে বয়কটের আহ্বান জানান ডাকসু ভিপি সাদিক কায়েম।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।