পোশাক নিয়ে সমালোচনার মুখে পরীমণি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ১৫:০৪

সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি আবারও নেটিজেনদের আলোচনার কেন্দ্রে এসেছেন। তবে এবার কোনো সিনেমা বা ব্যক্তিগত বিষয় নয়, বরং একটি বিউটি পার্লার উদ্বোধন করতে গিয়ে তার পোশাকের কারণে সমালোচনার মুখে পড়েছেন তিনি।

সম্প্রতি ঢাকার অদূরে নরসিংদী জেলায় একটি বিউটি পার্লার উদ্বোধন করতে যান পরীমণি। যদিও অনুষ্ঠানটির সঠিক তারিখ জানা যায়নি, সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ও ছবি থেকে বিষয়টি নিশ্চিত হয়েছে। ছবিগুলোতে দেখা যায়, অভিনেত্রী সবুজ রঙের স্লিভলেস ওপেন গাউন পরেছেন।

এই খোলামেলা পোশাকের কারণে নেটিজেনদের নজর কাড়েন তিনি। অনেকেই সামাজিক মাধ্যমে ছবিগুলো শেয়ার করে তার পোশাকের রুচি ও পরিবেশ নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন। জনসমক্ষে এমন পোশাক পরা নিয়ে সমালোচনা হওয়াটা এবারও এড়িয়ে যায়নি।

ব্যক্তিগত জীবন ও নানা কর্মকাণ্ডের জন্য প্রায়ই আলোচনার কেন্দ্রে থাকা পরীমণি বর্তমানে বিভিন্ন শোরুম উদ্বোধন ও ব্যবসায়িক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সদ্যই রাজধানীর বসুন্ধরায় একটি স্বর্ণের দোকান উদ্বোধন করেও আলোচনায় আসেন তিনি।

কাজের দিক থেকেও পরীমণি ব্যস্ত। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত সিনেমা ‘ডোডোর গল্প’। এছাড়া নতুন বছরে শুরু হতে যাচ্ছে তার নতুন রাজনৈতিক থ্রিলার সিনেমা ‘গোলাপ’-এর শুটিং। সামছুল হুদার পরিচালনায় এই সিনেমায় তার সহশিল্পী হিসেবে রয়েছেন নিরব হোসেন। ছোট শহরের রাজনৈতিক বাস্তবতাকে কেন্দ্র করে চিত্রিত এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন অনিক বিশ্বাস।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top