শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২

‘ককপিট’ ছবিতে প্রথমে অভিনয়ের কথা ছিল ফারিন খানের

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ১৫:৩২

সংগৃহীত

ঢালিউড অভিনেত্রী ফারিন খান সম্প্রতি একটি সাক্ষাৎকারে কলকাতার সুপারস্টার দেবের সঙ্গে কাজের গুজবের সত্যতা প্রকাশ করেছেন। তিনি জানান, গুজব মোটেও মিথ্যা ছিল না; বরং তিনি ‘ককপিট’ সিনেমার জন্য অডিশন দিয়ে নির্বাচিতও ছিলেন। তবে ব্যক্তিগত কারণে কাজ থেকে বিরতি নেওয়ায় সিনেমাটি করতে পারেননি।

ফারিন বলেন, “আমি কলকাতায় গিয়ে অডিশন দিয়েছিলাম এবং আমাকে নির্বাচিত করা হয়েছিল। ‘ককপিট’ সিনেমায় এয়ার হোস্টেসের চরিত্রের জন্যই আমাকে নেওয়া হয়েছিল। কিন্তু ব্যক্তিগত কারণে কাজ ছেড়ে দিয়েছিলাম।”

তিনি আরও উল্লেখ করেন, তার ক্যারিয়ারের শুরুতে ৪–৫টি সিনেমার কাজ শেষ হলেও সেগুলো মুক্তি পায়নি। ফারিন বলেন, “শুটিং ও ডাবিং শেষ, পেমেন্টও পেয়েছি, কিন্তু সিনেমাগুলো মুক্তি পায়নি। হয়তো সেগুলো রিলিজ হলে আমার ক্যারিয়ারের ক্রেজটা অন্যরকম হতো।”

এছাড়া ফারিন মাহিয়া মাহির স্থলাভিষিক্ত হিসেবে ‘অগ্নি ৩’-তে আলোচনায় থাকার বিষয়টিও স্বীকার করেছেন, যদিও বর্তমানে এই ফ্র্যাঞ্চাইজি নিয়ে তার সঙ্গে আর কোনো আলোচনা নেই।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top