শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২

ওসমান হাদির সাংস্কৃতিক লড়াই পরিপূর্ণ করার প্রত্যাশা আখতার হোসেনের

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ১৬:৪২

সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজা নামাজে অংশ নিয়ে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেন, “ওসমান হাদি ভাই যে সাংস্কৃতিক লড়াই শুরু করেছিলেন, সেই লড়াই আমরা পরিপূর্ণ করতে চাই। তাঁর দোয়াই আমরা করব। আমরা চাই বাংলাদেশে গণতান্ত্রিক ধারা বিরাজমান থাকে এবং দেশের স্বাধীনতা ও স্বার্ভভৌমত্ব রক্ষা করতে পারি।”

আখতার হোসেন আরও বলেন, “শহীদ আবরার, ফাহাদ ও শহীদ আবু সাঈদসহ যারা জুলাইতে শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। তারা যে বাংলাদেশ গঠন করতে চেয়েছিলেন, সেই পথে আমরা কাজ করে যাব।”

তিনি সবাইকে আহ্বান জানান, দলমত সব ধরনের পার্থক্য ভুলে গিয়ে জুলাইয়ের আন্দোলনের মূল উদ্দেশ্য ধরে একতাবদ্ধ হয়ে বাংলাদেশকে রক্ষা করতে দোয়া ও প্রচেষ্টা অব্যাহত রাখতে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top