২০২৫-এ বলিউডের আলো নিভে গেল যাদের
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৩
২০২৫ সাল শেষ হতে চলল। বলিউড এই বছর একইসাথে নতুন প্রাণের উল্লাস দেখেছে, আবার কিংবদন্তিদের হারিয়ে চোখের জলেও ভেসেছে। গ্ল্যামারের আড়ালে এ এক অদ্ভুত বছর!
শোলের সেই অমর নায়ক ধর্মেন্দ্র ৯০ ছুঁইছুঁই বয়সে আমাদের বিদায় জানালেন। আবার মাত্র ৪২ বছরে চলে গেলেন শেফালি জারিওয়ালা। জুবিন গার্গের অকাল মৃত্যু তো আজও এক রহস্য। আসরানি বা সতীশ শাহ—যাদের দেখে আমরা হেসেছি, তারাও আজ না ফেরার দেশে।
তবে বিষাদের মাঝেও আশার আলো দেখিয়েছে নতুনরা। আহান পান্ডে বা রাশা থাডানি—প্রথম ছবিতেই জানান দিয়েছেন তারা হারিয়ে যেতে আসেননি। আর শাহরুখ-পুত্র আরিয়ান খান? পরিচালক হিসেবে তার অভিষেক তো রীতিমতো বাজিমাত করেছে! কারো বিদায়ে শূন্যতা, কারো আগমনে সম্ভাবনা—২০২৫ বলিউডকে বদলে দিয়েছে আমূল।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।