শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে পল্টনে ‘ঘৃণা স্তম্ভ’ উদ্বোধন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ১৮:৫১
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার পেছনে জড়িতদের ছবিসহ একটি ‘ঘৃণা স্তম্ভ’ উদ্বোধন করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।
সোমবার বিকেলে রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোডে—যেখানে শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়—সেই স্থানে এই ঘৃণা স্তম্ভের উদ্বোধন করা হয়।
উদ্বোধনকালে রাশেদ প্রধান বলেন, হাদিকে গুলি করে হত্যার ১০ দিন পেরিয়ে গেলেও এখনো খুনিদের গ্রেপ্তার করতে পারেনি অন্তর্বর্তী সরকার। হত্যার পরিকল্পনাকারী, অর্থদাতা, খুনি ও আশ্রয়দাতারা সবাই নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে। তিনি বলেন, “বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের প্রতি ঘৃণা জানাই।”
তিনি আরও বলেন, “আমাদের ক্ষমতা সীমিত। আমরা ঘৃণা জানাই এবং আল্লাহর দরবারে দোয়া করি। মহান রাব্বুল আলামিন যেন আমার ভাই হাদির হত্যার সঙ্গে জড়িতদের দুনিয়া ও আখিরাতে বিচার করেন।”
এ সময় রাশেদ প্রধান বক্স কালভার্ট রোডের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি রোড’ নামকরণের দাবি জানান। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ‘পার্মানেন্ট ঘৃণা স্তম্ভ’ নির্মাণের অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি বলেন, “সরকার অনুমতি দিলে জনগণের অর্থায়নেই এই ঘৃণা স্তম্ভ নির্মাণ করা হবে। সরকারের কোনো অর্থ ব্যয় করতে হবে না।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।