মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

খালেদা জিয়ার মৃত্যুতে জেমসের শোক

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ১৪:২৫

সংগৃহীত

বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার সকাল ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

শুধু সাধারণ মানুষ নয়, শোবিজ অঙ্গনের সেলেবরাও বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোক প্রকাশ করেছেন। নগরবাউল জেমস তার ফেসবুক স্ট্যাটাসে খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা ও শোক জানিয়েছেন। তিনি লিখেছেন, নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমরা গভীর শোক অনুভব করছি। জেমস তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রার্থনা করেছেন, মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকামে স্থাপন করেন।

বেগম খালেদা জিয়া ১৯৪৬ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন। ১৯৯১ সালে তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top