সাবেক প্রেমিক সালমানকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ক্যাটরিনা কাইফ

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫, ১৬:১৪

সংগৃহীত

বলিউডের আলোচিত জুটি সালমান খান ও ক্যাটরিনা কাইফের সম্পর্কের দিনগুলো শেষ হলেও পারস্পরিক সম্মান ও সৌজন্য এখনো অটুট। সম্প্রতি ভাইজানখ্যাত সালমান খানের ৬০তম জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ক্যাটরিনা কাইফ।

শনিবার (২৭ ডিসেম্বর) সালমানের ৬০তম জন্মদিন উদযাপিত হয় প্যানভেলের ফার্মহাউসে। পরিবার এবং বলিউডের একাধিক তারকা সেখানে উপস্থিত ছিলেন। আয়োজন ছিল জমকালো ও রাজকীয়।

এদিকে, সাবেক প্রেমিকা ক্যাটরিনা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “টাইগার, টাইগার, টাইগার—৬০তম জন্মদিনের শুভেচ্ছা। তোমার মতো বড় মনের মানুষের জন্য অনেক শুভকামনা। তোমার প্রতিটি দিন ভালোবাসা আর আলোয় ভরে উঠুক।”

ক্যাটরিনার এই বার্তা সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে। এক নেটিজেন মন্তব্য করেছেন, “সম্পর্ক ভেঙে গেলেও শ্রদ্ধা ও পারস্পরিক সম্মান বজায় রাখা সম্ভব, তা ক্যাটরিনা প্রমাণ করলেন।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top