বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

দক্ষিণ কোরিয়ার কিংবদন্তি অভিনেতা আন সাং-কি আর নেই

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২৬, ১৩:২৬

সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার প্রবীণ ও কিংবদন্তি অভিনেতা আন সাং-কি ৭৪ বছর বয়সে মারা গেছেন। সোমবার (৫ জানুয়ারি) সিউলের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘দ্য ডিভাইন ফিউরি’ খ্যাত এই অভিনেতা। তিনি ব্লাড ক্যানসারে ভুগছিলেন এবং গত সপ্তাহে খাবার সময় শ্বাসরোধের কারণে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি ছিলেন।

আন সাং-কি ১৯৫৭ সালে মাত্র পাঁচ বছর বয়সে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন এবং প্রায় সাত দশক ধরে ১৭০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। তার কাজের প্রতি গভীর নিষ্ঠা ও শ্রদ্ধা তাকে কোরিয়ান জনপ্রিয় সংস্কৃতির ইতিহাসে এক জাতীয় অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

আন সাং-কির শেষকৃত্য শিন ইয়ং-গ্যুন আর্টস অ্যান্ড কালচার ফাউন্ডেশন ও কোরিয়ান ফিল্ম অ্যাক্টরস অ্যাসোসিয়েশনের আয়োজনে একটি ফিল্ম ফিউনারেল হিসেবে অনুষ্ঠিত হবে। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ৬টায় সিউল সেন্ট মেরিস হাসপাতাল ফিউনারেল হোমের ৩১ নম্বর কক্ষে তার শেষ বিদায় জানানো হবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। কিংবদন্তি এই অভিনেতার প্রয়াণে কোরিয়ান চলচ্চিত্র অঙ্গনসহ বিশ্বজুড়ে তার ভক্তরা শোকাহত।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top