শীতের ঠান্ডায় মাটির চুলায় রান্না, জয়ার ঘরোয়া মুহূর্তে মুগ্ধ ভক্তরা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২৬, ১২:১৪
চারপাশে কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশা। শীতের এই তীব্রতায় সাধারণ মানুষের মতোই কাঁপছেন অভিনেত্রী জয়া আহসান। তবে শীত মোকাবিলায় তিনি খুঁজে পেয়েছেন এক ভিন্নধর্মী উপায়—মাটির চুলার আগুন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, মোটা জ্যাকেট, টুপি ও মোজা পরে মাটির রান্নাঘরে সময় কাটাচ্ছেন জয়া। আগুনের ওম নিতে নিতে দুপুরের রান্নায় হাত দিয়েছেন তিনি। ভিডিওতে জয়া বলেন, শীতকালে মাটির চুলাতেই রান্না করতে তার সবচেয়ে আরাম লাগে।
ভিডিওটি প্রকাশের পরই ভক্তদের প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী। অনেকেই বলছেন, তারকাখ্যাতির পরও শেকড়ের সঙ্গে জয়ার এমন সহজ ও ঘরোয়া সম্পর্ক সত্যিই প্রশংসনীয়। শীতের অলস দুপুরে জয়ার এই সাধারণ রূপ ভক্তদের জন্য হয়ে উঠেছে বিশেষ আকর্ষণ।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।