সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২

দীর্ঘ প্রতীক্ষার পর প্রথমবারের মতো গোল্ডেন গ্লোব পেলেন টিমোথি চালামেট

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২৬, ১৩:৩৮

সংগৃহীত

দীর্ঘদিনের প্রতীক্ষা শেষে অভিনেতা টিমোথি চালামেট এবার প্রথমবারের মতো গোল্ডেন গ্লোব হাতে তুলেছেন। তার নতুন সিনেমা ‘মার্টি সুপ্রিম’-এ অসাধারণ অভিনয়ের জন্য তিনি এই পুরস্কার অর্জন করেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সোমবার (১২ জানুয়ারি), যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলটনে।

পুরস্কার গ্রহণের সময় চালামেট বলেন,

"আমার বাবা আমাকে ছোটবেলায় শেখিয়েছিলেন, যা আছে তার জন্য সর্বদা কৃতজ্ঞ থাকো। অতীতে এটি আমাকে মাথা উঁচু করে খালি হাতে অনুষ্ঠান থেকে ফিরে যাওয়ার সময় শক্তি জুগিয়েছে। এ মুহূর্তকে আরও মধুর করে তুলেছে সেসব অভিজ্ঞতা।"

সিনেমা পরিচালনা করেছেন জোশ সাফদি, যেখানে টিমোথি একজন দ্রুত-কথক ও টেবিল টেনিস খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করেছেন। গল্পে দেখা যায় মার্টি মাউসার নামের এক কাল্পনিক চরিত্র টেবিল টেনিস চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করছে।

এর আগে ‘কল মি বাই ইওর নেম’, ‘বিউটিফুল বয়’, ‘ওয়নকা’ এবং ‘আ কমপ্লিট আননন’-এর মতো ছবির জন্য মনোনীত হলেও টিমোথি গোল্ডেন গ্লোব জিততে পারেননি। তাই এই জয় তার জন্য বিশেষ মর্যাদার।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top