বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

বলিউড কিংবদন্তি ধর্মেন্দ্রকে ঘিরে গর্ব ও আবেগ, পদ্মভূষণ প্রাপ্তিতে আনন্দিত পরিবার

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২৬, ১৮:১১

সংগৃহীত

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রের অভিনয়জীবনের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ভারতের অন্যতম বেসামরিক সম্মান পদ্মভূষণ প্রদান করা হয়েছে। এই সম্মানকে ঘিরে গর্ব ও আনন্দ প্রকাশ করেছে তার পরিবার ও অনুরাগীরা।

দীর্ঘ ছয় দশকের বেশি সময় ধরে ভারতীয় চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসা ধর্মেন্দ্র অভিনয়ের পাশাপাশি রাজনীতি ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন। তার এই বহুমাত্রিক অবদানকে সম্মান জানাতেই সরকার তাকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করেছে।

অভিনেত্রী ও চিত্রনির্মাতা হেমা মালিনী সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মেন্দ্রের এই অর্জনকে পরিবারের জন্য গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করেন। একইভাবে কন্যা এশা দেওলও বাবার এই সম্মানে আনন্দ প্রকাশ করেন।

১৯৬০ সালে ‘দিল ভি তেরা হাম ভি তেরে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন ধর্মেন্দ্র। প্রথম কয়েক বছরে উল্লেখযোগ্য সাফল্য না পেলেও ১৯৬৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘ফুল অউর পাত্থার’ সিনেমা তাকে পরিচিতির শীর্ষে পৌঁছে দেয়। এরপর একে একে ‘শোলে’, ‘সত্যকাম’, ‘কর্তব্য’, ‘আঁখে’-সহ অসংখ্য ব্যবসাসফল ও প্রশংসিত সিনেমায় অভিনয় করে তিনি নিজেকে বলিউডের অন্যতম সেরা অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন।

ক্যারিয়ারে ৩০০টির বেশি সিনেমায় অভিনয় করা ধর্মেন্দ্র বলিউডের ‘হি-ম্যান’ হিসেবেও পরিচিত। তার দীর্ঘ ও বৈচিত্র্যময় কর্মজীবনের স্বীকৃতি হিসেবেই পদ্মভূষণ সম্মানকে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top