তিন জেলায় শৈত্যপ্রবাহ, সারাদেশে তাপমাত্রা কমার সম্ভাবনা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২৬, ১৫:৩৬
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পঞ্চগড়, কুড়িগ্রাম ও নীলফামারীতে শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে প্রকাশিত সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, দিনে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
আবহাওয়ার তথ্য অনুযায়ী, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।