তারেক রহমানের আগমন উপলক্ষে ছাত্রদলের স্বাগত মিছিল
স্টাফ রিপোর্টার । ঢাকা | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ১৪:৩৫
বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে স্বাগত মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
রোববার (২৩ ডিসেম্বর) দুপুরে হাসপাতাল প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় এ স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মিছিল চলাকালে নেতাকর্মীরা তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা ও শুভ আগমন প্রত্যাশা করে বিভিন্ন স্লোগান দেন। এ সময় হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে তারা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কর্মসূচি পালন করেন।
ছাত্রদল নেতারা বলেন, তারেক রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও তরুণ সমাজের অনুপ্রেরণার প্রতীক। তার আগমন উপলক্ষে এই স্বাগত মিছিল আয়োজন করা হয়েছে।
স্বাগত মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়। এ সময় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।