গাজায় আটকে পড়া এক শিশুর ৮৯ মিনিটের আর্তনাদ
‘প্লিজ আমাকে বাঁচাও’—গাজার শিশুকণ্ঠের শেষ আর্তি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ১৬:০১
ছয় বছর বয়স। এই বয়সে খেলার কথা, হাসার কথা। কিন্তু গাজার হিন্দ রজব ফোনে কাঁদছিল—প্লিজ, আমাকে বাঁচাও। গত বছর গাজা সিটি থেকে পালানোর সময় হিন্দের গাড়িটি ইসরায়েলি ট্যাংকের সামনে পড়ে। গাড়িতে থাকা সবাই মারা যান। বেঁচে থাকে শুধু ছয় বছরের হিন্দ।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্টে ফোন করে শিশুটি। ভয়ার্ত কণ্ঠে বলে— গাড়িতে আগুন, চারপাশে গুলি, ট্যাংকের শব্দ। ঘণ্টার পর ঘণ্টা ফোনে চেষ্টা চলে তাকে বাঁচানোর। একসময় হিন্দ বলে—চারপাশে অন্ধকার, সে খুব ভয় পাচ্ছে।
তারপর ফোন লাইন কেটে যায়। ১২ দিন পর পাওয়া যায় শিশুটির লাশ। এই ফোনকলের আসল অডিও দিয়েই তৈরি হয়েছে সিনেমা ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’। ভেনিস চলচ্চিত্র উৎসবে ২৩ মিনিট দাঁড়িয়ে করতালি দেয় দর্শক। হিন্দ আর ফিরে আসেনি। কিন্তু তার কণ্ঠ রয়ে গেছে— প্রশ্ন হয়ে, সাক্ষ্য হয়ে, আর ন্যায়ের দাবি হয়ে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।