জকসু নির্বাচনে ১৪ কেন্দ্রের ফল প্রকাশ, ভিপিতে এগিয়ে ছাত্রদল সমর্থিত রাকিব
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২৬, ১৩:৩৩
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে ১৪টির ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ভিপি পদে এগিয়ে আছেন ছাত্রদল সমর্থিত এ কে এম রাকিব, আর জিএস ও এজিএস পদে এগিয়ে শিবির সমর্থিত প্রার্থীরা।
বুধবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের নিচে অবস্থিত অডিটোরিয়ামের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে এই ফলাফল ঘোষণা করা হয়।
ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান, অধ্যাপক ড. শহিদুল ইসলাম ও অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ।
এখন পর্যন্ত প্রকাশিত ১৪ কেন্দ্রের ফলাফল অনুযায়ী:
ভিপি পদ:
-
এ কে এম রাকিব (ছাত্রদল সমর্থিত) – ১,৬৭১ ভোট
-
রিয়াজুল ইসলাম (শিবির সমর্থিত) – ১,৪২৪ ভোট
জিএস পদ:
-
আব্দুল আলিম (শিবির সমর্থিত) – ১,৫৮৭ ভোট
-
খাদিজাতুল কুবরা (ছাত্রদল সমর্থিত) – ৭৯৩ ভোট
এজিএস পদ:
-
মাসুদ রানা (শিবির সমর্থিত) – ১,৪৬৬ ভোট
-
তানজিল (ছাত্রদল সমর্থিত) – ১,২৯৭ ভোট
এর মাধ্যমে দেখা যাচ্ছে, ভিপি পদে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল এগিয়ে থাকলেও জিএস ও এজিএস পদে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান’ প্যানেল এগিয়ে। বাকি কেন্দ্রের ফলাফল প্রকাশের পর চূড়ান্ত ফলাফলের দিকে বিশ্ববিদ্যালয় ছাত্ররাজনীতির নজর থাকবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।