শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২

ইরানের লর্ডেগানে বিক্ষোভে দুইজন নিহত, অন্তত ৩০ আহত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৮ জানুয়ারী ২০২৬, ১৮:০৯

সংগৃহীত

ইরানের চাহারমাহাল ও বাখতিরি প্রদেশের লর্ডেগান শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার সকালে শহরের বিভিন্ন সড়কে প্রায় ৩০০ জন ব্যবসায়ী জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে দোকান বন্ধ করে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভকারীরা একটি সেতুর কাছে পৌঁছালে উত্তেজনা বেড়ে যায় এবং কিছু ব্যক্তি পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে সংঘর্ষে দুইজন নিহত হন। সহিংসতায় লর্ডেগান গভর্নরের দপ্তরসহ কিছু প্রশাসনিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরানে গত ১২ দিন ধরে এই বিক্ষোভ ৩১টি প্রদেশের মধ্যে ২৫টি প্রদেশে ছড়িয়ে পড়েছে। চলমান অর্থনৈতিক সংকট ও সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার কারণে চলমান বিক্ষোভগুলো খামেনি প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top