আবার কোলাহলময় হোক প্রিয় ক্যাম্পাস
স্টাফ রিপোর্টার । ঢাকা | প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২৬, ১২:১৩
প্রাণচাঞ্চল্য ও ভালোবাসার কেন্দ্রস্থল বিশ্ববিদ্যালয়ের প্রিয় ক্যাম্পাস। কিন্তু করোনাভাইরাসের অদৃশ্য আঘাতে বন্ধ হয়ে গিয়েছিল সেই জীবন। এখন প্রত্যাশা, আবার ফিরে আসুক সেই ব্যস্ত দিনের স্মৃতি আর প্রাণচাঞ্চল্য।
ক্যাম্পাস শুধু ইট-বালুর তৈরি কোনো বিল্ডিং নয়, শুধু চেয়ার-টেবিল নয়। প্রতিটি শিক্ষার্থীকে কাছে এটি একটি পরিচিতি, ভালোবাসার নাম। বিশ্ববিদ্যালয়ের দিনগুলো শিক্ষার্থীদের জন্য ছিল স্মৃতিমধুর, কিন্তু হঠাৎই সেই চলমান জীবনে আঘাত হানল করোনা মহামারি। যা শুধু ক্যাম্পাস জীবন নয়, সমগ্র বিশ্বকেই ব্যাহত করেছে।
প্রতিদিনের সেই স্মৃতি যেন চোখের সামনে ভেসে ওঠে—সকালবেলায় ব্যস্ত নগরীর ভিড় পেরিয়ে বাসা থেকে বেরিয়ে এসে ক্যাম্পাসের প্রবেশমুখে সিকিউরিটি বা পরিচিত মানুষদের উষ্ণ অভ্যর্থনা পাওয়া, এরপর নির্দিষ্ট ক্লাসে প্রবেশ, বন্ধুদের সঙ্গে সকালের কুশল বিনিময়, ক্লাস শেষে ক্যান্টিনে নাশতা করা, রুটি বা খিচুড়ি ভাগাভাগি করে খাওয়া। ক্যান্টিনের আড্ডা, গল্প, গান, টেবিল টেনিস বা ক্যারাম—সবই ছিল দিনের আনন্দ।
ক্লাস শেষে টংয়ে চা খাওয়া, বিকেলের আড্ডা—সবই ছিল বিশ্ববিদ্যালয়ের প্রিয় এই প্রাঙ্গণের অংশ। প্রতিদিনের এই ছোট ছোট ঘটনা মিলে গড়ে তুলতো এক সম্পূর্ণ দিনের গল্প।
কিন্তু করোনা মহামারির কারণে সেই প্রিয় দিনগুলোর ছন্দ ভেঙে গেছে। নেই সকাল ৮টার ক্লাস ধরার তাড়া, নেই বন্ধুদের সঙ্গে আড্ডা, নেই ক্যান্টিনে খাওয়া-দাওয়ার মজা, নেই চায়ের দোকানে বসে ঘুরতে যাওয়ার পরিকল্পনা। প্রিয় ক্যাম্পাস এখন কেবল ইট-বালুর তৈরি একটি কাঠামো হয়ে পড়েছে, ধুলাবালু ও মাকড়সারার দখলে।
তবুও আশা আছে—শহর সুস্থ হবে, শিক্ষার্থীরা ফিরে আসবে, আবার জীবনের গতি ফিরে আসবে। শিক্ষার্থীদের মুখরতায় প্রাণ ফিরে পাবে প্রিয় বিদ্যাপীঠ, ক্যাম্পাস প্রাঙ্গণ। সুস্থ এক সকাল, নতুন সূর্যোদয়—এটাই প্রত্যাশা।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।