মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

ঠান্ডাজনিত রোগে হবিগঞ্জে ৫ শিশুর মৃত্যু

হবিগঞ্জ থেকে | প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২২, ০১:৪৮

ঠান্ডাজনিত রোগে হবিগঞ্জে ৫ শিশুর মৃত্যু

হবিগঞ্জে কয়েক দিনের প্রচণ্ড ঠান্ডায় মারাত্মকভাবে বেড়েছে ঠান্ডাজনিত রোগ। দিনের অধিকাংশ সময়ই রোদের দেখা মেলে না। এ অবস্থায় ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে গেল এক সপ্তাতে মৃত্যু হয়েছে ৫ শিশুর।

হঠাৎ করে রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। সদর আধুনিক হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মো. আশরাফ উদ্দিন জানান, প্রতি বছরের মতো এ বছরও প্রচণ্ড ঠান্ডা পড়েছে। ফলে ঠান্ডাজনিত রোগও দেখা দিয়েছে। রোগীর চাপ বেশি হওয়ায় চিকিৎসা দিতেও হিমশিম খেতে হয়। মৃত শিশুদের সবাই নবজাতক। তাদের অবস্থা যখন বেশি খারাপ হয়ে যায় তখন আমাদেরও কিছু করার থাকে না। তবে আমরা এ হাসপাতালে সর্বোচ্চ সেবা নিশ্চিত করার চেষ্টা করছি।

এদিকে, ঠান্ডাজনিত রোগের সাথে দেখা দিচ্ছে ডায়রিয়া, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিজ ও অ্যাজমা রোগ। এসব রোগে আক্রান্তদের অধিকাংশই শিশু। গত এক সপ্তাহে এসব রোগে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছে কয়েকশ শিশু। আর মারা গেছে ৫ জন নবজাতক। হাসপাতালে চিকিৎসা নিতে আসা শিশুদের নিয়ে দুঃশ্চিন্তায় আছেন তাদের অভিভাবকরাও।


এনএফ৭১/এনজেএ/২০২২



বিষয়: হবিগঞ্জ


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top