বীরগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪

Nasir Uddin | প্রকাশিত: ১৯ মে ২০২৫, ১৬:৪৮

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ২৫ মাইল এলাকায় ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। সোমবার (১৯ মে) সকাল ৭ টার দিকে ঠাকুরগাঁও দিনাজপুর জেলার সীমান্তবর্তী ২৮ মাইল নামক স্থানের বাবলু ফার্মের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঠাকুরগাঁও জেলা হিসাবরক্ষণ কার্যালয়ের অডিটর জুলফিকার আলী (৪০), অডিটর দেলোওয়ার হোসেন (৪২),সুপার ইমরুল হোসেন (৪০) ও গাড়িচালক মানিক (৪৩)। তারা সকলেই ঠাকুরগাঁও জেলার বাসিন্দা।

এতে গুরুতর আহত হয়েছেন একই দপ্তরের অডিটর আল-মামুন (৪০), মিজানুর রহমান (৪৮), আব্দুল মান্নান (৪৪), নাহিদ হোসাইন (৩২) ও অজ্ঞাত একজন।

বীরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন সাব অফিসার মো. মসলেম উদ্দিন জানান, মাইক্রোবাস যোগে ঠাকুরগাঁও হতে রংপুর যাওয়ার পথে বাবলু ফার্মের সামনে বিপরীতমুখী একটি সিমেন্টবাহী ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ বাধে। এতে মাইক্রোবাসের চালক মানিক হোসেন এবং যাত্রী মোঃ দেলোয়ার হোসেন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। মাইক্রোবাস এবং ট্রাক সংঘর্ষে রাস্তার ধারে পড়ে যায় বলে তিনি আরও জানান।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর জানান, দুর্ঘটনার পরও ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top