টঙ্গীর খোলা ড্রেনে নিখোঁজ, ৩৭ ঘণ্টা পর মিলল জ্যোতির মরদেহ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ জুলাই ২০২৫, ১৭:৪০

টঙ্গীর খোলা ড্রেন—আরেকটি প্রাণ কেড়ে নিল। নিখোঁজের ৩৭ ঘণ্টা পর, উদ্ধার হলো ফারিয়া তাসনিম জ্যোতির নিথর দেহ। রোববার (২৭ জুলাই) রাতে ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনে বিআরটি প্রকল্পের উন্মুক্ত ম্যানহোলে পড়ে যান জ্যোতি। স্থানীয়রা উদ্ধারে চেষ্টা চালালেও ব্যর্থ হন। এরপর শুরু হয় রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান।
মঙ্গলবার, ২৯ জুলাই সকাল। নিখোঁজের স্থান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে টেকবাড়ি বিলে তার মরদেহ খুঁজে পায় ফায়ার সার্ভিস। মুখমণ্ডল ও জামাকাপড় দেখে স্বজনরা শনাক্ত করেন মরদেহটি। শুধু চোখের সামনে না ফিরে এলো, ফিরলো নিথর দেহে।
নিহত ফারিয়া তাসনিম জ্যোতি—বয়স ৩৪, দুই আট বছর বয়সী জমজ সন্তানের মা, পেশায় একজন ফার্মাসিউটিক্যাল মার্কেটিং কর্মী। পরিবারের অনুরোধে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে। টঙ্গী পশ্চিম থানায় একটি অপমৃত্যু মামলা হবে বলে জানিয়েছে পুলিশ।
গাজীপুর সিটি করপোরেশন গঠন করেছে চার সদস্যের তদন্ত কমিটি, যাদের সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এই মৃত্যু শুধু একজন মায়ের নয়—এটি একটি প্রশাসনিক ব্যর্থতার মুখোশ উন্মোচন। প্রশ্ন থেকে যায়—আর কত জ্যোতিকে প্রাণ দিতে হবে খোলা ম্যানহোলে?
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।