ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুতে নারায়ণগঞ্জে শোক ও প্রতিবাদ মিছিল
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫, ১৯:৫০
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর ঘটনায় নারায়ণগঞ্জে শোক ও প্রতিবাদ মিছিল করেছে এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। সোমবার রাতে নেতাকর্মীরা মাথায় কালো কাপড় বেঁধে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোক মিছিলটি শুরু করেন।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ২ নম্বর রেলগেইট এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং ঘটনার তীব্র নিন্দা জানান।
বক্তারা বলেন, ওসমান হাদির হত্যার সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি হত্যাকারীদের মদদদাতাদেরও শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
সমাবেশে আরও বলা হয়, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটতেই থাকবে। তাই প্রশাসনকে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান নেতৃবৃন্দ।
এ সময় বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
আতাউর রহমান, নারায়ণগঞ্জ প্রতিনিধি
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।