সোমবার, ৪ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

১২ দিন পর আজ খুলছে মাইলস্টোন কলেজ

সাবিকুন নাহার সাদিয়া | প্রকাশিত: ৩ আগষ্ট ২০২৫, ১৬:১৬

ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ১২ দিন পর সীমিত পরিসরে খুলছে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। তবে এদিন পাঠদান কার্যক্রম চলবে না। আজ রোববার (৩ আগস্ট)কলেজ খোলা রেখেছেন নবম থেকে দ্বাদশ শ্রেণির ।শিক্ষার্থীদের মানসিক অবস্থার উন্নয়নের জন্য শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে এসে শিক্ষকদের সঙ্গে কুশলাদি বিনিময় করবেন এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন।

 

শনিবার (৩ আগস্ট) কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন । তিনি বলেন, ‘২১ জুলাই ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার পর পুরো কলেজ ক্যাম্পাস শোক ও বেদনায় আচ্ছন্ন হয়ে পড়েছিল। এ অবস্থায় শিক্ষার্থীদের মানসিক অবস্থার উন্নয়ন ছাড়া কলেজ প্রশাসনের কাছে অন্য কোনো কিছু অগ্রাধিকার নয়।’ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নতির জন্য কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর সহায়তায় একটি চিকিৎসা ক্যাম্প চালু রয়েছে, যেখানে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিষয়ে পরামর্শ দেয়া হচ্ছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top