রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

মাহফুজ আলম বিএনপি থেকে নির্বাচন করবেন কী, বাবা জানালেন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ আগষ্ট ২০২৫, ১২:৪১

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম বিএনপি থেকে নির্বাচন করবেন—এমন গুঞ্জন উঠেছে।

এ বিষয়ে কথা বলেছেন তাঁর বাবা আজিজুর রহমান। আজিজুর রহমান সম্প্রতি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার শ্রীরামপুর উচ্চবিদ্যালয়ে ভোটগ্রহণে ২৬৬ ভোট পেয়ে মোরগ প্রতীকে জয়ী হন তিনি।

দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আজিজুর রহমান বলেন—মাহফুজ নির্বাচন করবে কি না, পারিবারিকভাবে কোনো আলোচনা হয়নি। সময়ই বলে দেবে কী হবে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে ১০ নভেম্বর শপথ নেন মাহফুজ। সম্প্রতি তিনি তথ্য ও সম্প্রচার উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন। তবে তিনি রাজনীতিতে সক্রিয় হবেন কি না, সেটা এখনো পরিষ্কার নয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top